বর ট্র্যাফিক জ্যামে আটকে। তাঁকে ছেড়েই এগিয়ে গেলেন বরযাত্রীরা। বরযাত্রীদের সঙ্গে তাল মেলাতে শেষমেশ জ্যামের মধ্যে দৌড়তে শুরু করলেন পাত্র। তেমনই একটা মজার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা জ্যামে আটকে গিয়েছে। আটকে রয়েছে একের পর এক গাড়ি। তার মধ্যেই হন্তদন্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছেন এক যুবক। যুবকের গায়ে বরবেশ। হেঁটে হেঁটে একের পর এক গাড়ি পেরিয়ে বরযাত্রীর দিকে এগিয়ে যান তিনি। তবে বিয়ে করতে যাওয়ার আগে ওই ভাবে ফ্যাসাদে পড়ায় ট্র্যাফিকে আটকে থাকা মানুষজন তাঁকে নিয়ে মজা করতে ছাড়েননি। বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর অবশেষে বরযাত্রীর কাছে পৌঁছন পাত্র। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
জানুয়ারি মাসে ‘শৌর্য২৩’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকও পড়েছে লক্ষাধিক। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। বরের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন কেউ কেউ। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ ভাবে বিয়ে করতে যাওয়ার থেকে না যাওয়া ভাল। বরের অবস্থা দেখে খারাপই লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রকৃতির ইঙ্গিত বোঝার চেষ্টা করো বর বাবাজীবন। এখনও সময় আছে, পারলে পালাও।’’