Advertisement
E-Paper

রিলে রেসে হেরে যাওয়ার ভয়ে প্রতিযোগীর মাথায় ব্যাটন দিয়ে মার! ভাইরাল ভিডিয়ো

ভার্জিনিয়া স্টেট হাই স্কুল লিগে ‘স্টেট ইন্ডোর চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা হয়েছিল। বিভিন্ন খেলাধুলোর পাশাপাশি তালিকায় ছিল ৮০০ মিটার রিলে রেসও। দৌড় চলাকালীন দ্বিতীয় ল্যাপে আইসি নরকম হাই স্কুলের ছাত্রীকে হারিয়ে দ্বিতীয় স্থানে চলে আসেন ব্রুকভিল হাই স্কুলের ছাত্রী কেলেন টাকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:১৯
High school student attacks another student for winning during relay race

ছবি: এক্স থেকে নেওয়া।

হাই স্কুলে ছাত্রীদের রিলে রেস চলাকালীন নাটকীয় ঘটনা। প্রতিদ্বন্দ্বীকে রিলের ব্যাটন দিয়ে মারলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়া স্টেট হাই স্কুল লিগের প্রতিযোগিতা চলাকালীন। আহত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে অভিযুক্ত ছাত্রীকে সাসপেন্ড করেছেন স্কুল কর্তৃপক্ষ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভার্জিনিয়া স্টেট হাই স্কুল লিগে ‘স্টেট ইন্ডোর চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা হয়েছিল। বিভিন্ন খেলাধুলোর পাশাপাশি তালিকায় ছিল ৮০০ মিটার রিলে রেসও। দৌড় চলাকালীন দ্বিতীয় ল্যাপে আইসি নরকম হাই স্কুলের ছাত্রীকে হারিয়ে দ্বিতীয় স্থানে চলে আসেন ব্রুকভিল হাই স্কুলের ছাত্রী কেলেন টাকার। টাকার তাঁকে পেরিয়ে যেতেই তাঁর মাথায় রিলের ব্যাটন দিয়ে আঘাত করেন আইসি নরকম হাই স্কুলের ওই ছাত্রী। মাথায় বাড়ি খাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যান টাকার। তাঁর মা এবং দলের প্রশিক্ষকেরা তৎক্ষণাৎ তাঁকে সাহায্য করতে ছুটে আসেন। অন্য দিকে, যে প্রতিযোগী টাকারের মাথায় আঘাত করেছিলেন, তিনি কোনও বাধা ছাড়া সামনের দিকে এগিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিষয়টি চোখ এ়ড়ায়নি আয়োজকদের। আইসি নরকম হাই স্কুলের ওই পড়ুয়াকে ইতিমধ্যেই স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। অন্য দিকে, টাকারকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাকার বলেন, ‘‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি হতবাক। আমি এখনও সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে এটা ঘটেছে।’’ মেয়ের উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন টাকারের মা তামারো টাকার।

সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কলিন রাগ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু নেটাগরিক ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়েছে সমাজমাধ্যমে। খেলায় জেতার জন্য এই ধরনের আচরণের কারণে অভিযুক্ত ছাত্রীর সমালোচনায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। আবার অনেকে আক্রমণ শানিয়েছেন ওই ছাত্রীর বাবা-মার দিকে। তাঁদের দাবি, মা-বাবা ঠিক মতো মানুষ করতে পারেননি বলেই এই অবস্থা।

Viral Video Relay catch Sports Race america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy