বহু দিন ধরে অনুশীলন করে নাচের প্রতিটি স্টেপ আত্মস্থ করেছেন তরুণী নৃত্যশিল্পীরা। কিন্তু তাঁদের শেষমেশ টেক্কা দিল রোবট। দু’হাতে লাল রুমাল নিয়ে খেলা দেখিয়ে দর্শকদের মাত করল তারা। সমাজমাধ্যমে রোবটের নাচের এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ইউনিট্রি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একসঙ্গে ১৬টি রোবট নাচ করছে। শুধু তাই নয়, দু’হাতে লাল রঙের রুমাল নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে খেলাও দেখাচ্ছে তারা। আসলে সেটি চিনের এক ধরনের নাচ ইয়াংকো।
তরুণী নৃত্যশিল্পীরা মঞ্চে সেই নাচ প্রদর্শন করলেও নজর কাড়ল রোবটগুলিই। ঘটনাটি চিনের ‘স্প্রিং ফেস্টিভাল গালা’ নামের একটি অনুষ্ঠানে ঘটেছে। রোবটগুলির নাম ইউনিট্রি এইচ১ ‘ফুক্সি’। ইউনিট্রি সংস্থার তরফে রোবটগুলি নির্মাণ করা হয়েছে।
রোবটের নৃত্য পরিবেশনের ভিডিয়ো দেখে অবাক হয়ে গিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দারুণ আবিষ্কার। কয়েক বছর পর মনে হয় রোবটই সব কাজ করে ফেলবে।’’ আবার এক জনের কথায়, ‘‘প্রযুক্তি সত্যি সত্যিই মাঝেমাঝে চমক লাগিয়ে দেয়। রোবটের নাচ দেখে মনে হচ্ছে তারা নৃত্য পরিবেশনে একেবারে দড়।’’