শিকারির সামনে গিয়েই খেলা করছে একটি হরিণশাবক। তার সামনে ঘোরাঘুরি করছে। অথচ শাবকটিকে দেখে বেশ শান্তই রয়েছে চিতাবাঘ। মাথায় থাবা বুলিয়ে আদর করে দিচ্ছে। আবার কখনও মুখ ঘষে আদর করছে হরিণশাবকের গলায়। শাবকটি দৌড়তে দৌড়তে অন্য দিকে চলে গেলে তাকে আবার কাছে নিয়ে আসছে চিতাবাঘটি। ঠিক যেন নিজের সন্তানকে আগলে রাখার মতো। তখনই হরিণশাবককে শিকার করার জন্য একটি হায়না এগিয়ে যাচ্ছিল।
হায়নাকে দেখে সঙ্গে সঙ্গে হরিণশাবককে নিয়ে গাছে তরতরিয়ে উঠে পড়ল চিতাবাঘটি। তার পরেই কাহিনি গেল অন্য দিকে ঘুরে। যাকে এত ক্ষণ আদরে ভরিয়ে রেখেছিল তাকেই খেয়ে ফেলল চিতাবাঘটি। আর হায়না গাছের ডালের দিকে তাকিয়ে ঘোরাঘুরি করতে লাগল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় ক্রুয়েল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হরিণশাবককে আদর করছে একটি চিতাবাঘ। তার চারপাশে খেলা করছে শাবকটি। হরিণশাবকের মাথায়, গলায় আদরে ভরিয়ে দিচ্ছে চিতাবাঘটি। তাদের মধ্যে যেন শিকার-শিকারির সম্পর্ক নেই। সন্তানের মতো হরিণশাবকটিকে আগলে রাখছিল চিতাবাঘ। তখনই সেখানে এসে পড়ল একটি হায়না। হরিণশাবককে শিকার করার জন্য এগিয়ে যাচ্ছিল সে। হায়নাকে দেখেই শাবকটিকে মুখে নিয়ে গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে পড়ল চিতাবাঘটি।
He played with his food for too long....
— Nature Is Cruel (@WildEncounterr) February 5, 2025pic.twitter.com/H5O5XRrrpZ
হায়না গাছের তলায় দৌড়ে গেল ঠিকই, কিন্তু বিশেষ লাভ হল না। হায়েনার শিকার ফস্কে গিয়েছে তত ক্ষণে। যাকে এত ক্ষণ চিতাবাঘটি আগলে রেখেছিল, তাকেই গাছের ডালে রেখে আয়েশ করে খেতে শুরু করল সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ তো বলি দেওয়ার আগে ছাগলের যত্ন নেওয়ার মতো।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘সবই তো প্রকৃতির নিয়ম। শিকার না করে আর যায় কোথায়!’’