নদীতে ভেসে যাওয়া একটি কুকুরকে টেনে পাড়ে তুলছে আরেকটি কুকুর। দৃশ্যটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সম্প্রতি সেই ভাইরাল ভিডিয়ো ঘিরে একটি প্রশ্নও ভাইরাল। যাঁরা ভিডিয়োটি দেখেছেন তাঁদের অনেকেই জানতে চেয়েছেন, ঘটনাটি যখন ঘটছে অর্থাৎ দু’টি কুকুর প্রাণে বাঁচাতে লড়াই করছে, তখন নিশ্চিন্তে দূরে দাঁড়িয়ে ভিডিয়ো রেকর্ড করছিলেন কে?
Dog Saves Friend from Drowning pic.twitter.com/3aE07tUN5p
— Gabriele Corno (@Gabriele_Corno) September 26, 2022
ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি ছুড়ে দেওয়া গাছের ডাল ধরতে লাফিয়ে নদীতে ঝাঁপ দেয় একটি কুকুর। কিন্তু নদীর প্রবল স্রোতের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভেসে যেতে থাকে কুকুরটি। তখনই তার রক্ষাকর্তা হয়ে হাজির হয় আরেকটি কুকুর। গাছের ডালটি শক্ত করে ধরে রেখে ‘বন্ধু’কে সাঁতরে ডাঙায় উঠতে সাহায্য করে সে।
এই ভিডিয়োটি দেখে দু’টি প্রশ্ন তুলেছেন দর্শকেরা। এক, নদীর দিকে অমন বিপজ্জনক ভাবে গাছের ডালটি ছুড়ে দিয়েছিলেন কে? দুই, গাছের ডালটি ধরতে গিয়ে যখন কুকুরটি ভেসে যাচ্ছে এবং অন্য কুুকুরটি তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে তখন নিশ্চিন্তে দাঁড়িয়ে ভিডিয়োটি কে করছিলেন। বিরক্ত দর্শকদের অনেকে এ-ও বলেছেন যে, ভাগ্যিস কুকুরটা ছিল, না হলে ক্যামেরা হাতে মানুষটির জন্য হয়তো মরেই যেত দুর্ঘটনাগ্রস্ত কুকুরটি।