Advertisement
E-Paper

প্রতি মাসে নিয়মিত লটারির টিকিট কিনে দু’বছর পর মিলল সাফল্য, বিদেশে কয়েক লক্ষ টাকা জিতলেন ভারতীয় প্রৌঢ়!

প্রতি মাসে নিয়মিত লটারি কিনতেন দুবাইয়ে প্রবাসী ভারতীয়। প্রতি বারই তিনি মনে করতেন এবারই ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হবেন তাঁর প্রতি। পুরস্কার জিততে না পারলেও লটারি কেনার অধ্যবসায়ে ছেদ পড়েনি বশিরের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৬:৫৯
Indian cab driver in Dubai has won 24 lakh

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

টানা দু’বছর নিরবচ্ছিন্ন ভাবে ভাগ্য পরীক্ষার চেষ্টা। তাতেই ধরা দিল সাফল্য। দুবাইয়ে গিয়ে ২৪ লক্ষ টাকার লটারি জিতলেন প্রবাসী ভারতীয়। পেশায় গাড়িচালক ৫৭ বছর বয়সি প্রৌঢ় গত দু’বছর ধরে লটারির টিকিট কেটে ভাগ্যপরীক্ষার চেষ্টা করছিলেন। প্রতি মাসে এক বার করে লটারি টিকিট কাটলেও এত দিন ভাগ্য সঙ্গ দেয়নি বশির কাইপুর্থের। বিগত ২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস করছেন বশির। অবশেষে ২৭৬৬৪০ নম্বরের সেই টিকিট দিয়ে ‘বিগ টিকিটের’ ই-ড্রতে ১ লক্ষ দিরহাম (প্রায় ২৪ লক্ষ টাকা) জিতেছেন তিনি।

সংবাদমাধ্যমে বশির জানিয়েছেন, প্রতি মাসে নিয়মিত তিনি বিগ টিকিটের লটারি কিনেছেন। প্রতি বারই তিনি মনে করতেন এবারই ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হবেন তাঁর প্রতি। পুরস্কার জিততে না পারলেও লটারি কেনার অধ্যাবসায়ে ছেদ পড়েনি বশিরের। ‘বিগ টিকিটের’ সাম্প্রতিক লাকি ড্রটি জেতার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা তিনি প্রথমে নিজের কানকেও বিশ্বাস করে উঠতে পারেননি। বার বার জিজ্ঞাসা করেন যে তিনি সত্যি-সত্যিই পুরস্কারটি জিতেছেন কিনা।

লটারি জেতার খবরটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অত্যন্ত সংযত ভাবেই নিজের প্রতিক্রিয়া জানান এই প্রৌঢ়। তিনি বলেন, ‘‘ধন্যবাদ। আমি খুব খুশি।’’ পুরস্কারের একটি অংশ ভারতে তাঁর পরিবারের জন্য রেখে দিয়েছেন বলে জানান লটারি বিজেতা। তিনি বিশ্বাস করেন যে ধৈর্য এবং অধ্যবসায় সত্যিই ফলপ্রসূ। ভবিষ্যতেও তিনি এই ভাবে লটারির টিকিট কাটবেন বলে জানিয়েছেন বশির। ‘বিগ টিকিট’ সংযুক্ত আরব আমিরশাহির সবচেয়ে জনপ্রিয় লটারির মধ্যে একটি। এর মাধ্যমে নগদ পুরস্কার এবং বিলাসবহুল গাড়িও লটারিতে জেতা সম্ভব।

Dubai Lottery Win
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy