নববর্ষ উদ্যাপনে সরকারি স্কুলে চটুল নাচ ও গানের আসর। খোলামেলা পোশাক পরা তরুণী মঞ্চে নৃত্য পরিবেশন করার সঙ্গে সঙ্গে অনেককেই সেখানে নাচতে দেখা গিয়েছে। তরুণীর নাচের প্রশংসা করে টাকা ওড়ানোর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলের ভিতরে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক উস্কে দিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দাতিয়ার পারাসারি গ্রামের সরকারি একটি মাধ্যমিক বিদ্যালয়ের। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা নৃত্যশিল্পী চটুল হিন্দি গানের সঙ্গে স্কুলপ্রাঙ্গণের ভিতরে নৃত্য পরিবেশন করছেন। স্কুলের অধ্যক্ষ বলওয়ান সিংহ জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েত থেকে এই অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছিল। তাঁর দাবি, পঞ্চায়েত সচিব রিঙ্কু যাদব এবং গ্রামপ্রধান নীলম পরিহার এই অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। অধ্যক্ষের যুক্তি, অনুষ্ঠানটি নববর্ষ উদ্যাপনের অংশ। স্কুলের ছুটির পরে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভিডিয়োটি অনলাইনে ছড়িয়ে পড়তেই শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসনের তীব্র সমালোচনা শুরু হয়েছে। একটি সরকারি স্কুলে কী ভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্বালিয়রনিউজ়লাইভ’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। জেলা প্রশাসন এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। জেলা প্রশাসক রাজেশ শুক্ল জানিয়েছেন, ভিডিয়োটি তাঁর নজরে এসেছে। স্কুলের অধ্যক্ষের কাছ এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্কুলপ্রাঙ্গণে আয়োজিত প্রতিটি অনুষ্ঠান নির্ধারিত নিয়ম এবং নির্দেশিকা অনুসারে অনুষ্ঠিত হওয়া উচিত। এই ধরনের অনুষ্ঠানের জন্য কে অনুমতি দিয়েছে এবং অনুমোদনের শর্তাবলি লঙ্ঘন করা হয়েছে কি না তা খুঁজে বার করার জন্য তদন্ত চলছে।