Advertisement
E-Paper

‘আমাকে একটা চুমু দাও’, ভরা সমাবেশে অসমের মুখ্যমন্ত্রীর হাত টেনে গাল ছুঁয়ে একের পর এক চুমু বৃদ্ধার! ভাইরাল ভিডিয়ো

ভরা সভায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে গালে চুমু খেতে দেখা গিয়েছে এক বৃদ্ধাকে। সেই ভালবাসা হাসিমুখে গ্রহণ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:৫৭
elderly woman blow kisses and hold Assam CM Himanta Biswa Sarma

ছবি: সংগৃহীত।

বরপেটা রোডে আমজনতার সঙ্গে দেখা করতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। স্থানীয়দের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা এবং উদ্বেগের কথা শুনছিলেন তিনি। তাঁকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না এক বৃদ্ধা। মুখ্যমন্ত্রীর হাত ধরে গাল ছুঁয়ে একের পর এক চুমু খেতে দেখা গেল ওই বৃদ্ধাকে। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যারিকেডের ভিতরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে ধরে রয়েছেন ওই বৃদ্ধা। দূর থেকে গালে চুম্বন ছুড়ে তাঁর ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন তিনি। তার পর মুখ্যমন্ত্রীর হাতে মৃদু মৃদু চাপড় মারতে দেখা যায় বৃদ্ধাকে। হাত টেনে ধরার পর এতটুকু বিরক্ত হতে দেখা যায়নি অসমের মুখ্যমন্ত্রীকে। রাজ্যের প্রশাসনিক প্রধানের খোলস ছেড়ে বৃদ্ধার স্বতঃস্ফূর্ত ভালবাসা গ্রহণ করেছেন হিমন্ত। বৃদ্ধার আচরণে মৃদু মৃদু হাসতেও দেখা গিয়েছে তাঁকে। ঘিরে থাকা নিরাপত্তারক্ষীদের থেমে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা করার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি উপস্থিত জনতা। তাঁকে এক বার ছুঁয়ে দেখার চেষ্টা করতে থাকেন অনেকেই।

পরে অসমের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে মুহূর্তটি শেয়ার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে বছর বদলে গেলেও, অসম ও রাজ্যের মানুষের প্রতি তাঁর নিষ্ঠা একই রয়ে গেছে। জনগণের ভালবাসা এবং আশীর্বাদই তাঁকে রাজ্য পরিচালনা ও জনতার সেবা করার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। ‘কমেডিকালচার’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর হাজার হাজার বার দেখা হয়েছে। বহু মানুষ তাতে লাইক করেছেন। নেটাগরিকদের মন্তব্যে ভরে উঠছে মন্তব্য বিভাগ।

Assam Himanta Biswa Sarma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy