আট বছর ধরে রোজ মারধর করতেন স্বামী। কারণ একটাই। দু’টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের জন্ম দিতে পারেননি। অত্যাচার সহ্য করতে না পেরে নিউ ইয়র্কে আত্মহত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মনদীপ কৌর। তাঁর পরিবারের তরফে এই অভিযোগ তুলে ভারত সরকারের কাছে দোষীদের শাস্তি দেওয়ার আর্জি জানানো হয়েছে।
৩০ বছরের তরুণীর মৃত্যুর পর নেটমাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিয়ো। ইনস্টাগ্রামে সে সব ভিডিয়ো পোস্ট করে স্বামীর অত্যাচারের কথা তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে। কাঁদতে কাঁদতে তিনি ভিডিয়োতে বলেছেন, ‘‘সব কিছু সহ্য করেছি, ভেবেছি, এক দিন তিনি বদলে যাবেন। আট বছর হয়ে গেল। রোজ আর মার খেতে পারছি না।’’ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।