প্রতিবেশীকে তেমন পছন্দ নয় তরুণের। তাই ঠাট্টা করে নিজের পোষ্য কুকুরকে মজা করে প্রতিবেশীর নামেই ডাকতে শুরু করেন তিনি। কিন্তু সেই মজা আর ঠাট্টার পরিধিতে সীমাবদ্ধ থাকেনি। অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যান তিনি। তরুণের বিরুদ্ধে নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন প্রতিবেশী দম্পতি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা ভুপেন্দ্র সিংহ। পোষ্য কুকুরকে নিয়ে থাকেন তিনি। ভুপেন্দ্রের প্রতিবেশী বীরেন্দ্র শর্মা এবং কিরণ শর্মা। শর্মা দম্পতিকে বিশেষ পছন্দ করতেন না ভুপেন্দ্র। অহংবোধকে তুষ্ট করার জন্য প্রতিবেশীদের পদবি ব্যবহার করে পোষ্য কুকুরকে ডাকা শুরু করেন ভুপেন্দ্র।
আরও পড়ুন:
বীরেন্দ্র এবং কিরণের অভিযোগ, চিৎকার করে নিজের কুকুরকে ‘শর্মাজি’ বলে সম্বোধন করেন ভুপেন্দ্র। এমনকি, ভুপেন্দ্র তাঁর বন্ধুবান্ধবের সামনেও শর্মা দম্পতির উদ্দেশে কুমন্তব্য করেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ভুপেন্দ্রের সঙ্গে কথা কাটাকাটি হয় শর্মা দম্পতির।
আরও পড়ুন:
ভুপেন্দ্র যে তাঁর পোষ্যকে ‘শর্মাজি’ নামে ডাকেন তা নিয়ে আপত্তি জানান দু’জনে। কিন্তু বীরেন্দ্র এবং কিরণের সঙ্গে অশান্তি শুরু হয়ে যায় ভুপেন্দ্রের। ভুপেন্দ্রের সঙ্গে আরও দুই ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাঁরাও নাকি ঝামেলায় জড়িয়ে পড়েন। দু’পক্ষের তুমুল বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। নিকটবর্তী থানায় গিয়ে ভুপেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শর্মা দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইনদওর পুলিশ।