ধরা পড়ার আগে চোরাই গয়না লুকিয়ে ফেলতে ৬.৭ কোটি টাকার হিরের দুল গিলে ফেলেছিল চোর। তাতেও শেষরক্ষা হল না। পুলিশের জেরার মুখে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেই গয়না কোথায় লুকিয়ে ফেলা হয়েছে তা কবুল করে ফেলে চোরবাবাজি। শরীরের এক্স-রে করতেই তাঁর পেটের এক কোনায় ধরা পড়ে এক বিজাতীয় বস্তুর উপস্থিতি। সেই ঘটনার পর চোর স্বীকার করে নেয়, সে চুরির প্রমাণ লোপাটের জন্য দামি হিরের গয়না দু’টি গিলে নিয়েছে। চুরির ঘটনাটি ঘটে ফেব্রুয়ারিতে।
আরও পড়ুন:
অরল্যান্ডের একটি গয়নার দোকানে স্থানীয় এক বাস্কেটবল খেলোয়াড় বলে পরিচয় দিয়ে ৩২ বছর বয়সি লরেন্স গিল্ডার কিছু দামি জিনিস কেনেন। কিছু ক্ষণ পরেই তিনি দোকান থেকে দু’টি কানের দুল কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। দুল দু’টির দাম প্রায় ৭ কোটি। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তাঁর পিছু ধাওয়া করে পুলিশ। রাস্তায় গিল্ডারকে তারা থামায় এবং থানায় আটক করে রাখে। তবে পুলিশের কর্মকর্তারা তাঁর কাছ থেকে চুরি যাওয়া কানের দুল খুঁজে পেতে ব্যর্থ হন এবং চুরির জন্য তাঁকে অভিযুক্ত করতে পারেননি।
ঠিক তখনই তাঁকে অন্য একটি অভিযোগে গ্রেফতার করতে যাওয়ার সময়ই খানিকটা ভয় পেয়ে যান লরেন্স। ঘাবড়ে গিয়ে তিনি বলে ফেলেন তাঁর পেটে যা আছে তার জন্যই কি এই গ্রেফতারি? এই কথা শুনে সন্দেহ বাড়ে পুলিশের। তল্লাশি করার জন্য তাঁর পেটের স্ক্যান করানো হয়। দু’টি ছোট ছোট জিনিস আটকে থাকতে দেখে হতবাক হয়ে যায় পুলিশও।