জঙ্গলের ভিতর একটি উঁচু পাথরের উপর রাজার চালে বসে রয়েছে একটি সিংহ। হাওয়ায় মনের আনন্দে নিজের ঘন কেশর দুলিয়ে চলেছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘শচিন_রাই_ফোটোগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি উঁচু পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছে এক সিংহ। বসে বসেই হাওয়ায় তার ঘন কেশর দুলিয়ে দিল সে। মাথা উঁচু করে, দু’দিকে মাথা ঝাঁকিয়ে কেশর দোলাতে দেখা গেল তাকে। রাজার চালেই পাথরের উপর বসে রয়েছে। আদতেই ‘বনের রাজা’ সে। ঘটনাটি তানজ়ানিয়ার একটি জঙ্গলে ঘটেছে।
এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন এক বন্যপ্রাণী বিষয়ক চিত্রগ্রাহক। সেই ভিডিয়ো পোস্ট করার পর সমাজমাধ্যমের পাতায় তা ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ছবি তুলতে গিয়ে এমন ঘটনার সাক্ষী থাকাও ভাগ্যের ব্যাপার।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘সিংহ যে আসলেই বনের রাজা, তা ওর চাল দেখলেই বোঝা যায়।’’