ইঁদুর ধরবে বলে গাড়ির তলায় চুপচাপ বসেছিল একটি বিড়াল। কিন্তু ইঁদুরের নাটক দেখেই তাজ্জব বনে গেল সে। মরে যাওয়ার অভিনয় করে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করল ইঁদুরটি। সমাজমাধ্যমে বিড়াল-ইঁদুরের এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘লভইউএফঅ্যানিম্যালস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, রাস্তায় অনবরত গড়াগড়ি খেয়ে চলেছে একটি ইঁদুর। তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে একটি বিড়াল। ইঁদুরটিকে দেখে এগিয়ে যাচ্ছে না সে। বরং শান্ত হয়ে বসে ইঁদুরের কাণ্ডকারখানা দেখছে বিড়ালটি।
রাস্তায় দাঁড় করানো একটি গাড়ির তলায় দাঁড়িয়ে রয়েছে ওই বিড়ালটি। তার সামনেই যেন মরে যাওয়ার অভিনয় করতে গিয়ে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করল ইঁদুরটি। তা দেখে বিড়ালটিই শান্ত হয়ে পড়ল। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাবা রে! এত নাটুকে! ভিডিয়োটি দেখে হাসতে হাসতে আমার পেটব্যথা হয়ে গেল।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘কেমন নাটক করে গড়াগড়ি খাচ্ছে ইঁদুরটি! বিড়াল তো তাকে ধরার কথাই ভুলে গেল।’’