মহিলা পিজির শৌচাগারে ক্যামেরা বসানোর অভিযোগ। হাতেনাতে ধরা পড়ে মার খেলেন বেসরকারি পরীক্ষাগারের রক্ষণাবেক্ষণ কর্মী। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কেরলের কুট্টিয়াদি শহরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যুবকের নাম আসলাম। কেরলের কুট্টিয়াদি শহরের একটি বেসরকারি পরীক্ষাগার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তিনি। অভিযোগ, সম্প্রতি পরীক্ষাগারের সামনের একটি মহিলা পিজিতে ঢুকে শৌচাগারে লুকোনো ক্যামেরা বসানোর চেষ্টা করছিলেন আসলাম। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যান। আসলামকে মহিলা শৌচাগারের জানালার বাইরে মোবাইল ফোন লুকিয়ে রাখতে দেখে ফেলেন এক আবাসিক মহিলা। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ভিড় জমে যায়। এর পরে অভিযুক্ত যুবককে ধরে বেদম মার দেন ওই পিজির মহিলারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফেম.সোশ্যাল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। সমাজমাধ্যম জুড়ে হইচই পড়েছে। নেটাগরিকদের অনেকেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ভিডিয়ো দেখার পর। নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।