গণহত্যাকারী এবং একনায়ক— আমেরিকায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে এই বলে আক্রমণ করলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা পাকিস্তানি ছিলেন বলেই খবর। দেশের সেনাপ্রধানের উদ্দেশে কুকথাও বলতে শোনা গিয়েছে ওই বিক্ষোভকারীদের একাংশকে। আমেরিকা সফরে গিয়ে বিতর্কিত পাক সেনাপ্রধান ওয়াশিংটনের একটি হোটেলে পৌঁছোলে তখন তাঁকে দেখে বিক্ষোভ দেখান একদল মানুষ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
পুরুষ সহকর্মীর প্যান্ট ধরে টেনেছিলেন, খুলে যায় অন্তর্বাসও! অফিসে ‘সামান্য মজা’ করার বড় শাস্তি পেলেন মহিলা
-
‘ঘরে কে ঢুকেছিল?’ স্ত্রীকে ‘এক্তিয়ার-বহির্ভূত’ প্রশ্ন করে শ্বশুরবাড়িতে আক্রান্ত যুবক, ২৫ সেকেন্ডে পড়ল ৩৫টি ঘুষি!
-
চলন্ত গাড়িতে অর্ধনগ্ন হয়ে উল্লাস, তরুণীকে দেখে অঙ্গভঙ্গি, উড়ন্ত চুম্বন! তরুণদের কাণ্ডে নিন্দা নেটপাড়ায়
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওয়াশিংটনের একটি নামী হোটেলে একটি গাড়ির কনভয় ঢুকছে। হোটেলের বাইরে ভিড় জমিয়েছেন একদল মানুষ। গাড়িটি হোটেলে প্রবেশ করার সময় ‘আসিম মুনির ধিক্কার’ রব ওঠে। পাকিস্তানের সেনাপ্রধানকে ‘গণহত্যাকারী’, ‘একনায়ক’ এবং ‘শেয়াল’ বলেও সম্বোধন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। অনেকে মুনিরের উদ্দেশে কুকথাও ব্যবহার করেন। কয়েক জন স্লোগান তোলেন, ‘‘আসিম মুনির পাকিস্তানের লজ্জা। পাকিস্তানকে মুক্ত করুন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আয়েশা খান’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। ভিডিয়োটি দেখার পর পাক সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করতে দেখা গিয়েছে পাক নেটাগরিকদের একাংশকে।