অর্ধনগ্ন অবস্থায় চলন্ত গাড়ির জানলা গিয়ে মুখ বার করে অঙ্গভঙ্গি। মহিলা বাইক আরোহীকে দেখে উড়ন্ত চুম্বন! উত্তরাখণ্ডে একদল তরুণের এ-হেন কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ল সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের জাতীয় সড়কে। অভিযুক্ত তরুণদের কীর্তিকলাপ ক্যামেরাবন্দি করে রাখেন নেটপ্রভাবী ওই মহিলা বাইক আরোহী। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে জাতীয় সড়ক দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। সেই গাড়িতে বসে কয়েক জন তরুণ। তাঁদের প্রায় সকলেরই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। তাঁদের এক জন চলন্ত গাড়ির সামনের আসনে বসে। হঠাৎ আসন ছেড়ে গাড়ির জানলা গিয়ে মুখ বাইরে বার করেন তিনি। সেই সময় ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। তাঁকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তরুণেরা। উড়ন্ত চুম্বনও ছুড়ে দেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন তরুণী। গাড়ির নম্বরের ছবিও তুলে রাখেন। পরে ভিডিয়োটি পোস্ট করে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পোস্টে উত্তরাখণ্ড পুলিশকেও ট্যাগ করেছেন তিনি। তরুণীর দাবি, অভিযুক্তদের শনাক্ত করে যেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন:
ওই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাইডার ননি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেটি ওই মহিলা বাইক আরোহীরই ইনস্টাগ্রাম হ্যান্ডল। তিনি এক জন নেটপ্রভাবী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ। ঘটনাটির যে ভিডিয়ো তিনি সমাজমাধ্যমে পোস্ট করেছেন, ইতিমধ্যেই তা বহু মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। তরুণদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। যদিও পুলিশ ওই ঘটনার প্রেক্ষিতে কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নিয়েছে কি না তা জানা যায়নি।