Advertisement
E-Paper

পুলিশের তাড়া খেয়ে রানওয়েতে দৌড়! যুবককে টেনে নিল বিমানের ইঞ্জিন, মৃত্যু ঘটনাস্থলেই, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে রানওয়েতে দৌড়চ্ছিলেন ৩৫ বছর বয়সি ওই যুবক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১১:৩৪
Man dies after being sucked into engine of a plane at Italy’s Milan Bergamo Airport

—প্রতীকী ছবি।

রানওয়েতে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল যাত্রিবাহী বিমান। তখনই সেখানে পৌঁছে যান এক যুবক। বিমানের ইঞ্জিনের টানে ভিতরে ঢুকে যান তিনি। বিমানের ইঞ্জিনে আটকে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে ইটালির মিলান বার্গামো বিমানবন্দরে। একটি ভোলোটিয়া বিমান ওড়ার ঠিক আগে, সেই বিমানের ইঞ্জিনে আটকে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে রানওয়েতে দৌড়চ্ছিলেন ৩৫ বছর বয়সি ওই যুবক। তখনই স্পেনের আস্তুরিয়াসগামী এ৩১৯ ভোলোটিয়া বিমানের কাছে চলে যান তিনি। হাওয়ার টানে ইঞ্জিনের ভিতরে আটকে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর ইটালির অন্যতম ব্যস্ত বিমানবন্দরের কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত রাখা হয়। সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

জানা গিয়েছে, নিহত যুবক বিমানের যাত্রী বা বিমানবন্দরের কর্মী ছিলেন না। তিনি বিমানবন্দরের একটি নিরাপত্তা দরজা দিয়ে রানওয়েতে ঢুকে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ওই ঘটনার পর বিমানবন্দরের পরিস্থিতি কী হয়েছিল, সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ভ্যানগার্ড ইনটেল গ্রুপ’ নামের এক্স হ্যান্ডলে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনাটির তদন্তের দাবিও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Italy airport Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy