দামি গাড়ি কেনার পর নিজের একটি শখ পূরণ করেছেন তরুণ। গাড়ির বনেটের উপর একটি স্বচ্ছ আস্তরণ লাগিয়ে তার ভিতর জল ভরে দিয়েছিলেন তিনি। তার পর সেখানে ভরে দিয়েছিলেন মাছ। নিজের গাড়ির বনেটকে অ্যাকোয়ারিয়ামে পরিণত করেছিলেন তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘শ্রুতি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাড়ির বনেটে ঘুরে বেড়াচ্ছে মাছ। এক তরুণ তাঁর এসইউভির বনেটে মাছ ভরে অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চেয়েছেন। সবটাই করেছেন শখপূরণের জন্য। এই ঘটনাটি চিনের লিয়াওনিং প্রদেশে ঘটেছে।
সেখানকার বাসিন্দা ওই তরুণ। এসইউভি নিয়ে রাস্তায় বেরোনোর পর প্রত্যক্ষদর্শীদের কাছে কটাক্ষের শিকার হন তিনি। এমনকি, ট্র্যাফিক পুলিশও তরুণের এই কাণ্ডকে ‘বেআইনি’ বলে দাগিয়ে দেয়। তরুণকে অনেকে প্রশ্ন করেন যে, এ ভাব মাছকে কষ্ট দেওয়ার অর্থ কী? গরমের মধ্যে মাছগুলি মারা পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। তরুণ জানান, তিনি গাড়িটি বেশি ক্ষণ চালাননি। শুধুমাত্র লোকজনকে দেখানোর জন্য রাস্তায় এনেছিলেন। পরে নিজেই মাছগুলিকে বার করে দেন তিনি।