রাস্তায় দল বেঁধে কয়েক জন তরুণী হেঁটে আসছিলেন। আচমকা তাঁদের পথ আটকে পায়ে পড়লেন কয়েক জন যুবক। এক জন তরুণীর পায়ে মাথা ঠুকে প্রণাম করতেও দেখা গেল এক যুবককে। কয়েক জন যুবক আবার রাস্তায় শুয়ে হাত জোড় করার ভঙ্গি করলেন। ব্যাপারটা কী?
সামনেই ছাত্র সংসদের নির্বাচন। তাঁদের পক্ষে যাতে ছাত্রীরা ভোট দেন, এই নিয়ে কাকুতি-মিনতি করতেই সহপাঠিনীদের পা ধরলেন ছাত্রনেতারা। এ নিয়ে নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটি রাজস্থানের বারাঁ এলাকার।
राजस्थान विश्वविद्यालय छात्र संघ चुनाव के दौरान प्रत्याशियों ने सड़क पर लेटकर पैर पकड़कर माँगे वोट. pic.twitter.com/rmvlgCFXgJ
— UnSeen India (@USIndia_) August 26, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে, তরুণীদের পা ধরছেন যুবকরা। কারও আবার পা ধরে টানছেন তাঁরা। রীতিমতো হাত জোড় করে ভোট দেওয়ার অনুরোধ করছেন যুবকরা। এ হেন কাণ্ড দেখে হেসে খুন ওই ছাত্রীরা।