Advertisement
E-Paper

‘ভাইয়ের বাবা কে?’ মৃত্যুপথযাত্রী মাকে সত্য জানাতে বলেন মেয়ে, স্বীকারোক্তি বদলে দেয় পরিবারের কাহিনি

‘এভরিওয়ান_টাইপো’ নামে ওই রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, ২০২৩ সালের অগস্টে তাঁর মায়ের মৃত্যু হয়। তার কিছু দিন আগে মাকে তিনি বলেন, ভাইকে যেন তার আসল বাবার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:৫৯
Reddit user shares how she force mother to reveal secret about brother’s biological father

—প্রতীকী ছবি।

ছোটবেলা থেকে ভাই যাঁকে বাবা বলে জেনে এসেছে, তিনি ভাইয়ের আসল বাবা নন। মায়ের মৃত্যুশয্যায় সে কথা ভাইকে জানিয়ে যেতে জোর করেছিলেন কন্যা। মায়ের সেই স্বীকারোক্তি পরিবারের গল্প চিরতরে বদলে দিয়েছিল। সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি সমাজমাধ্যম রেডিটে নিজেই জানিয়েছেন এক মহিলা। মাকে চাপ দিয়ে কি তিনি ঠিক করেছেন, তা-ও জানতে চেয়েছেন নেটাগরিকদের কাছে।

‘এভরিওয়ান_টাইপো’ নামে ওই রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, ২০২৩ সালের অগস্টে তাঁর মায়ের মৃত্যু হয়। তার কিছু দিন আগে মাকে তিনি বলেন, ভাইকে যেন তার আসল বাবার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। এই নিয়ে মাকে চাপও দেন তিনি। ওই ব্যবহারকারী লিখেছেন, “আমার মায়ের তিন ছেলে। আমরা বিশ্বাস করতাম আমার সৎবাবা জর্জ আমার ছোট ভাই অ্যালানের নিজের বাবা। তবে আমি পরে সত্য আবিষ্কার করেছিলাম। আমি আমার পিসি এবং দিদিমাকে আলোচনা করতে শুনেছিলাম যে, অ্যালানের আসল বাবা নন জর্জ। বহু বছর পর একটি রেস্তরাঁয় বসে খাওয়ার সময় মা এক জনকে দেখিয়ে দাবি করেছিলেন যে, তিনি অ্যালানের আসল বাবা। যদিও আমি বুঝতে পারিনি যে, মা কার কথা বলেছিলেন। আমরা আর কখনও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি।’’

মহিলা জানিয়েছেন, ২০২৩ সালে তাঁর মা অসুস্থ পড়েন। তখনই জর্জ তাঁর আসল বাবা কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ভাই অ্যালান। কিন্তু পরিবারের কেউ এ বিষয়ে মুখ খোলেনি। পরে তাঁর অনুরোধে অ্যালানকে সত্যি জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মা। মৃত্যুশয্যায় ছেলে অ্যালানকে ডেকে তিনি বলেন, জর্জ তাঁর আসল বাবা ছিলেন না। সে কথা শুনে অ্যালান কষ্ট পেলেও ভেঙে পড়েননি। মহিলা জানিয়েছেন, ২০২৩ সালের ৬ আগস্ট তাঁদের মায়ের মৃত্যু হয়। তার পরে আসল বাবাকে খুঁজে বার করেন ভাই অ্যালান।

Bizarre Incident Bizarre Facts Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy