পড়ুয়াদের সঙ্গে ভাল ব্যবহার করেন না গণিতশিক্ষক। পরিবর্তে তাদের গালাগালি করেন। তা জানতে পেরে চটে গিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ। অধ্যক্ষের মুখে মুখে তর্ক শুরু করতেই বিপদ ঘনিয়ে এল গণিতশিক্ষকের জীবনে। আসন ছেড়ে উঠে গিয়ে গণিতশিক্ষক চড়-থাপ্পড় মারতে শুরু করলেন অধ্যক্ষ। পা ধরে টেনে নীচে ফেলে দিয়েও গণিতশিক্ষককে বেধড়ক মারলেন অধ্যক্ষ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি গুজরাতের ভরোচ জেলার একটি স্কুলে ঘটেছে। গণিতশিক্ষকের নাম রাজেন্দ্র পরমর। অধ্যক্ষের নাম হিতেন্দ্র সিংহ ঠাকোর। গণিতের পাশাপাশি সেই স্কুলে বিজ্ঞানও পড়ান রাজেন্দ্র। তবে তাঁর বিরুদ্ধে একাধিক বার নালিশ শুনতে হয়েছে হিতেন্দ্রকে। ‘টিচার্স রুম’-এ বসে রাজেন্দ্রকে সে কথাই জানাচ্ছিলেন হিতেন্দ্র। পড়ুয়াদের সঙ্গে রাজেন্দ্র খারাপ ব্যবহার করেন, এমনকি গালাগালও করেন তিনি। রাজেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন অধ্যক্ষ। তা শুনে পাল্টা অভিযোগের সুর তোলেন রাজেন্দ্র। স্কুলের সব শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আলোচনা হওয়ার সময় ভরা মিটিংয়ে রাজেন্দ্রকে নাকি অকথ্য ভাষায় অপমান করেছিলেন হিতেন্দ্র।
আরও পড়ুন:
অধ্যক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন রাজেন্দ্র। গণিতশিক্ষকের কথা শুনে খেপে ওঠেন হিতেন্দ্র। নিজের আসন ছেড়ে উঠে রাজেন্দ্রের কাছে যান তিনি। তার পর তাঁকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন হিতেন্দ্র। শুধু তা-ই নয়, পা ধরে টেনে নীচে ফেলেও রাজেন্দ্রকে মারধর করেন অধ্যক্ষ। অন্য শিক্ষকেরা অশান্তি থামানোর চেষ্টা করলেও বিশেষ লাভ হয় না। গণিতশিক্ষককে মারধর করার পর হিতেন্দ্র আবার নিজের আসন গ্রহণ করেন।
রাজেন্দ্রকে উঠিয়ে বসানোর চেষ্টা করা হলেও তিনি মেঝেতেই বসে থাকেন। স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় তা নজর কাড়ে শিক্ষা দফতরের আধিকারিকদের। এই বিষয়ে তদন্ত করার পর পদক্ষেপ করা হবে বলেও শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।
তদন্ত চলাকালীন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজেন্দ্র জানিয়েছেন যে, পড়ুয়াদের দিয়ে নাকি হিতেন্দ্র পা টেপান। অন্য দিকে গণিতশিক্ষকের বিরুদ্ধে হিতেন্দ্রের পাল্টা অভিযোগ, রাজেন্দ্র নাকি পড়ুয়াদের নিজের বাড়িতেও ডাকেন। সম্পূর্ণ বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে বলে জানা গিয়েছে।