আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে ‘কিস্ ক্যাম’ ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর সেই নিয়ে চর্চা তুঙ্গে। সংস্থার অধিকর্তা হয়ে সেই সংস্থারই এক ঊর্ধ্বতন মহিলাকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়ে যান। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও অ্যান্ডি বাইরন এবং সেই সংস্থারই মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবটের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দুষ্টু ভিডিয়োর সাইটগুলিতেও এক অস্বাভাবিক প্রবণতা দেখা দিয়েছে। একটি প্রাপ্তবয়স্কদের সাইটের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন:
সেই তথ্য বলছে, ‘প্রতারণা’ এবং ‘প্রেম’ সম্পর্কিত কিওয়ার্ড দিয়ে অনুসন্ধানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে গত দু’দিনে। কোল্ডপ্লে কনসার্টের ক্লিপটি ভাইরাল হওয়ার এক দিন পরই প্ল্যাটফর্মটিতে এই কিওয়ার্ডগুলি দিয়ে সন্ধান করার প্রবণতা ১৯ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সাইটটি। কয়েক সপ্তাহ ধরে এই ধরনের অনুসন্ধানগুলি মাত্র ২ শতাংশের কাছাকাছি ছিল। ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পর শব্দগুলির প্রতি অতিরিক্ত আগ্রহ লক্ষ করা গিয়েছে।
সংবাদ প্রতিবেদনে প্রাপ্তবয়স্কদের সাইটটিকে উদ্ধৃত করে লেখা হয়েছে ‘প্রতারক দম্পতি’, ‘প্রতারণা’, ‘প্রতারক স্বামী’ এবং ‘অফিসে যৌনসঙ্গম’-এর মতো কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান ২০ শতাংশেরও বেশি বেড়েছে। এই তালিকার শীর্ষে ছিল দু’টি কিওয়ার্ড, ‘অফিস অ্যাফেয়ার’ এবং ‘বস্ ও কর্মচারী’। এই ধরনের ট্রেন্ড দেখে অনুমান করে নেওয়াই যেতে পারে যে প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো যাঁরা দেখেন তাঁরা কোল্ডপ্লে কেলেঙ্কারিকে তাঁদের ব্যক্তিগত বিনোদনে পরিণত করছেন।
আরও পড়ুন:
কী ছিল সেই ভাইরাল ভিডিয়োয়? ক্রিস্টিনকে আলিঙ্গন করে দর্শকাসনে দাঁড়িয়ে ছিলেন অ্যান্ডি। ক্রিস্টিনও সেই আলিঙ্গনে নিজেকে ডুবিয়ে মন ভরে গান শুনছিলেন। দর্শকাসনে যুগলকে এমন অন্তরঙ্গ অবস্থায় দেখে একটি ক্যামেরা সেই মুহূর্তটি বন্দি করে স্টেডিয়ামের পর্দায় তুলে ধরে। পর্দায় নিজেদের দেখে সঙ্গে সঙ্গে মুখ লুকোনোর জন্য বসে পড়েন অ্যান্ডি। সেই ঘটনার পর পদ থেকে ইস্তফাও দিতে হয়েছে অ্যান্ডিকে।