বাস, ট্রেন, স্টেশন কিংবা রাস্তঘাটে যত্রতত্র হামেশাই পান বা গুটখার পিক চোখে পড়ে। অনেকেই গুটখা বা পান মুখে পুরে ট্রেনে বা বাসে ওঠেন। জানলার ধারে বসে পিক ফেলতে থাকেন। তেমন সুযোগ না হলে, বাস বা ট্রেনের ভিতরেই সে কাজ নির্দ্বিধায় সেরে ফেলেন অনেকে।
কিন্তু বিমানে গুটখা বা পানের পিক ফেলতে দেখেছেন কখনও? তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ।