Advertisement
E-Paper

ছুটি চেয়ে জুটল লাথি, করা হল সাসপেন্ডও! প্রতিবাদে থানার সামনে চায়ের দোকান পুলিশকর্মীর

ইন্সপেক্টর যাদব জানিয়েছেন যে, সাসপেন্ডেড থাকাকালীন তিনি পরিবারের ভরণপোষণের জন্য চায়ের দোকানটি খুলেছিলেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫
Suspended police inspector opens a tea stall near police station in Jhansi uttar pradesh

ছবি: সংগৃহীত।

ঊর্ধ্বতন সহকর্মীর সঙ্গে বিবাদের জেরে নিলম্বিত (সাসপেন্ড) হয়েছিলেন উত্তরপ্রেদেশের ঝাঁসি থানার পুলিশ ইনস্পেক্টর মোহিত যাদব। অভিযোগ ছিল, ছুটি চাওয়ার ‘অপরাধে’ সহকর্মীর লাথি খেয়েছিলেন। সেই ঘটনার জল গড়ায় বেশ কিছু দূর। মোহিতকেই নিলম্বিত করার নির্দেশ দেওয়া হয় উপরমহল থেকে। তার পরই আর এক কাণ্ড ঘটিয়েছেন পুলিশকর্মী। থানার সামনেই একটি চায়ের দোকান খুলে বসেছেন তিনি। পুলিশ ইনস্পেক্টরের চা বিক্রি করে সংসার চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই তা হইচই ফেলে দিয়েছে এলাকায়। ডিআইজি অফিসে মোহিত আবেদন করে জানান, তিনি নিলম্বিত থাকার সময় সরকার থেকে যে অর্ধেক বেতন দেওয়া হয়, তিনি সেটাও নিতে চান না। চা বিক্রি করেই সংসার চালাবেন তিনি।

ইন্সপেক্টর যাদব জানিয়েছেন যে, সাসপেন্ডেড থাকাকালীন তিনি পরিবারের ভরণপোষণের জন্য চায়ের দোকানটি খুলেছিলেন। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিকের কাছে একাধিক বার আবেদন করা সত্ত্বেও কোনও উত্তর পাননি তিনি। গত ১৫ জানুয়ারি ইনস্পেক্টর যাদব ও থানার রিজার্ভ ইনস্পেক্টরের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। আরআই-এর কাছে মোহিত ছুটি চেয়েছিলেন। তখন আরআই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এমনকি তাঁকে লাথিও মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর যাদব পুলিশের সাহায্য চান এবং তাঁকে নওয়াবাদ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মাটিতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়েন ও অভিযোগ দায়ের করার দাবি তোলেন।

এই ঘটনার পর মোহিতকেই দোষী সাব্যস্ত করে নিলম্বিত করা হয় ও বিভাগীয় তদন্ত শুরু হয়। ইনস্পেক্টরের দাবি, স্ত্রী এবং তাঁর মোবাইল ফোনের উপর নজরদারি চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি তদন্তকারী আধিকারিকের কাছে উদ্বেগ প্রকাশ করেন। গোটা বিষয়টি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন

police Inspector Jhansi tea stall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy