ব্যাঙ্ককের ব্যস্ত রাস্তায় আচমকাই তৈরি হল ৫০ মিটার গভীর গর্ত। সেই গহ্বরে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি-সহ আস্ত গাড়িও। বুধবার তাইল্যান্ডের রাজধানী শহরের হাসপাতালের সামনে বিশাল জায়গা জুড়ে রাস্তায় ধস নামে। বিদ্যুতের খুঁটি উপড়ে মাটির নীচে চাপা পড়ে যায়। ‘পাতালে প্রবেশ’ করে দাঁড় করানো গাড়িগুলিও। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আনন্দবাজার ডট কম-এর হাতেও এসেছে সেই ভিডিয়ো।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে হাসপাতালের অনতিদূরে একটি মেট্রো স্টেশনের নির্মাণকাজ চলছিল।ব্যাঙ্ককের ভাজিরা হাসপাতালের সামনে আচমকাই হুড়মুড়িয়ে ধস নামে মাটিতে। ডুয়েল-ট্র্যাক রেললাইনের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল সেখানে। সুড়ঙ্গ ও নতুন স্টেশনের সংযোগস্থলের রাস্তাটি ধসে গভীর গর্ত তৈরি হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়েছিল একের পর এক গাড়ি। হঠাৎই বিশাল আওয়াজ করে মাটির ভিতরে ঢুকে যায় রাস্তার একাংশ। তিনটি গাড়ি ঢুকে যায়। সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায় রাস্তাটি।
আরও পড়ুন:
রাশিয়ার সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে ধস নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতের খুঁটিগুলি ছিঁড়তে শুরু করে। পাইপ ফেটে গিয়ে জলে ভরে যায় গর্ত। দাঁড়িয়ে থাকা গাড়িগুলি পিছিয়ে আসার চেষ্টা করে। ঘটনার জেরে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এলাকা জুড়ে। সিঙ্কহোলের কারণে নিকটবর্তী হাসপাতালটির পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাঁরা দু’দিনের জন্য বহির্বিভাগীয় পরিষেবা বন্ধ রাখবেন। শহরের কর্মকর্তারা জানিয়েছেন সেখানে থাকা একটি থানা এবং আশপাশের অন্য বাড়িগুলি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় বিদ্যুৎ ও জলের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সিঙ্কহোলটি মেরামতের জন্য কাজ করছে।