Advertisement
E-Paper

প্রাক্তনের উপর খাপ্পা? হাতির মলত্যাগের ভিডিয়ো পাঠিয়ে নিন প্রতিশোধ! অদ্ভুত প্রস্তাব চিড়িয়াখানার

শুধু প্রেমিক বা প্রেমিকা নয়, প্রাক্তন সঙ্গীর জন্যও রয়েছে সেই বিশেষ চমক। তাঁদের চমক দেওয়ার জন্য একটি ভিডিয়োর বন্দোবস্ত করেছে চিড়িয়াখানাটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১
The Memphis Zoo in Tennessee offers send elephant pooping video to your ex. As valentine gift

ছবি: সংগৃহীত।

সামনেই প্রেমের দিন। প্রেমাস্পদকে নানা উপহারে ভরিয়ে দেওয়ার দিন। আমেরিকার এক চিড়িয়াখানা এমন একটি মজাদার উপহারের দেওয়ার আয়োজন করেছে যা একটু ভিন্ন। ভালবাসার দিন উদ্‌যাপন করার জন্যে আমেরিকার টেনেসির মেমফিস চিড়িয়াখানা অদ্ভুত প্রস্তাব দিয়েছে। দশ ডলার বা ৮৬০ টাকার দিলেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ উপহার দেবে একটি ভিডিয়ো। সেটি পাঠানো যাবে সারপ্রাইজ় বা চমক হিসাবে। শুধু প্রেমিক বা প্রেমিকা নয়, প্রাক্তন সঙ্গীর জন্যও রয়েছে সেই বিশেষ চমক। তাঁদের চমক দেওয়ার জন্য একটি ভিডিয়োর বন্দোবস্ত করেছে চিড়িয়াখানাটি।

প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা অথবা অপছন্দের মানুষের জন্য যে ভিডিয়োটি দেওয়া হবে তাতে দেখা যাবে হাতি মলত্যাগ করছে। সেই হাস্যকর ভিডিয়োটি পাঠানো হবে প্রেরকের নাম-ঠিকানা গোপন রেখেই। চিড়িয়াখানার নিজস্ব ইনস্টাগ্রামের পাতায় একটি পোস্ট করে এই অফারের প্রচার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, শুধু প্রাক্তন নয়, খিটখিটে শাশুড়ি, বদমেজাজি সহকর্মী, বিরক্তিকর প্রতিবেশী সকলের জন্যই এই গা ঘিনঘিনে ভিডিয়োটি পাঠানো যাবে। ভ্যালেন্টাইন দিবসে প্রেরকের বার্তাটি হাতিগুলিই পৌঁছে দেবে তাদের কাছে।

ভালবাসার মানুষের জন্য রয়েছে রেড পান্ডার আঙুর খাওয়ার মজার ও মন ভাল করে দেওয়া ভিডিয়ো। ১২ ফেব্রুয়ারির মধ্যে ভিডিয়ো পাঠানোর জন্য আবেদন করা যাবে।

love Valentine Day Zoo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy