Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
bear

Viral: জঙ্গলে ভালুকের পথ আটকে দাঁড়াল বাঘ, তার পর যা হল…

বিরল একটি দৃশ্যের সাক্ষী থাকল মহারাষ্ট্রের তাডোবা বাঘ সংরক্ষণ কেন্দ্র।

মুখোমুখি বাঘের সঙ্গে ভালুক। ছবি সৌজন্য টুইটার।

মুখোমুখি বাঘের সঙ্গে ভালুক। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৪:২১
Share: Save:

বাঘ আর ভালুক একে অপরের মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়েছে, এমনটা সচরাচর দেখা যায় না। কিন্তু তেমনই প্রায় বিরল একটি দৃশ্যের সাক্ষী থাকল মহারাষ্ট্রের তাডোবা বাঘ সংরক্ষণ কেন্দ্র।

জঙ্গলের পথ ধরে একটি ভালুক যাচ্ছিল। হঠাৎই তার পথ আটকে দাঁড়ায় একটি বাঘ। পথে বাধা পেয়ে বেজায় চটে যায় ভালুকটি। প্রথমে দাঁত খিঁচিয়ে বাঘকে তার রাস্তা থেকে সরে যাওয়ার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু বাঘও নাছোড়।

এক বার, দু’বার বাঘকে তার ‘ধৈর্য’ পরীক্ষা করার সুযোগ দিয়েছিল ভালুক। কিন্তু তৃতীয় বার সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর তার পরই বাঘের দিকে তেড়ে যায় ভালুকটি। এতে বেশ ভয়ই পেয়ে গিয়েছিল বাঘ। ছুটে আশ্রয় নেয় একটি গাছের আড়ালে। তাতেও রাগ পড়েনি ভালুকের। বেশ কয়েক বার তেড়ে যেতে দেখা যায় ভালুকটিকে। বনের দুই ‘বাহুবলী’র সেই লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE