টিকিট বিক্রি করে অতিরিক্ত টাকা নিচ্ছিলেন। পটনা রেলস্টেশনের মহিলা টিকিট বিক্রেতার সেই কীর্তি ক্যামেরাবন্দি করেন এক তরুণ। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নিলম্বিত (সাসপেন্ড) করা হল ওই রেলকর্মীকে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পটনা স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। এর পর ফোনের ক্যামেরা চালু করে টিকিট কাউন্টারে যান তিনি। কাউন্টারে থাকা মহিলা রেলকর্মীর কাছে উজ্জয়িনী যাওয়ার দু’টি টিকিট চান। কিন্তু প্রতিটি টিকিটের জন্য ওই তরুণের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন রেলকর্মী। প্রথমে ৬৫০ টাকার টিকিটের জন্য ৮৪০ টাকা চাওয়া হয়। যাত্রী আপত্তি জানানোয় ওই যাত্রীর দু’টি টিকিটের জন্য ৬৮০ টাকা নেন মহিলা রেলকর্মী। দু’টি টিকিটে অতিরিক্ত ৩০ টাকা কেন কাটা হল, তা নিয়ে ওই যাত্রী প্রশ্ন তুললে মহিলা রেলকর্মীকে বলতে শোনা যায়, ‘‘আমি সুপার যোগ করে টিকিট কেটেছি। তাই বেশি দাম।’’ এর পর সেখান থেকে চলে যান তরুণ যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর পরই রেল কর্তৃপক্ষের তরফে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে নিলম্বিত করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সেই ঘটনার ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিহার_সে_হ্যায়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই মহিলা কর্মীর শাস্তির দাবিতেও সরব হয়েছেন অনেকে। অন্য দিকে, ‘ডিআরএম দিনাপুর’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে জানানো হয়েছে ওই মহিলা কর্মীকে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে। যাত্রী সহায়তার জন্য ব্যবহৃত রেলের এক্স হ্যান্ডল ‘রেলওয়েজ় সেবা’ থেকে আবার সেই পোস্টটিকে শেয়ার করা হয়েছে।