Advertisement
E-Paper

‘মেয়েদের দেখছে, কী রকম নির্লজ্জ’, রেলস্টেশনের মাইকে হঠাৎ অন্য ঘোষণা! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চারবাগ রেলস্টেশনে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদের ভিড়। গন্তব্যে পৌঁছোনোর জন্য ট্রেনের দিকে হেঁটে যাচ্ছেন তাঁরা। এমন সময় রেলের তরফে অদ্ভুত ঘোষণা শুনে হাসির রোল উঠল স্টেশন চত্বরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৯:১২
Woman announcer in railway station of Lucknow forgets to unmute mike, what happens next will make everyone laugh

ছবি: এক্স থেকে নেওয়া।

ভুল করে মাইক্রোফোন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন সহকর্মীর সঙ্গে। লখনউয়ের চারবাগ রেলস্টেশনের মহিলা ঘোষণাকর্মীর সেই সমস্ত কথা শুনলেন যাত্রীরা। আর তা নিয়ে হাসির রোল উঠল। হইচই পড়ল সমাজমাধ্যমেও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চারবাগ রেলস্টেশনে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদের ভিড়। গন্তব্যে পৌঁছোনোর জন্য ট্রেনের দিকে হেঁটে যাচ্ছেন তাঁরা। কেউ কেউ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এমন সময় স্টেশনের লাইডস্পিকারে ভেসে ওঠে এক মহিলাকণ্ঠ। মহিলা ঘোষণাকর্মী বলেন, ‘‘যাত্রীরা মনোযোগ দিয়ে শুনবেন।’’ এর কিছু ক্ষণ পরেই পুরো বিষয়টি হাস্যকর মোড় নেয়। মহিলা ঘোষণাকর্মীকে বলতে শোনা যায়, ‘‘ওই লোকটাকে দেখো। কত নির্লজ্জ। কেমন হাঁ করে মেয়েদের দিকে তাকিয়ে আছে।’’ সেই কথা শুনে যাত্রীরা স্পষ্টতই বুঝতে পারেন যে, কোনও ভাবে মাইক্রোফোন বন্ধ করতে ভুলে গিয়েছেন ওই মহিলা ঘোষণাকর্মী। তার মধ্যেই সহকর্মীর সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি। এর পরেই চারবাগ স্টেশনচত্বর জুড়ে হাসির রোল ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘মাইক বন্ধ না-রেখে ঝামেলায় পড়ে গেলেন ঘোষণাকর্মী। পরের বার কথা বলার আগে মাইকটা পরীক্ষা করে নেবেন, না-হলে আবার ভাইরাল হয়ে যাবেন।’’ অন্য এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে তা-ও একটু হাসার সুযোগ পেলেন নিত্যযাত্রীরা।’’

Viral Video Lucknow Rail Station Announcement Railway Staff
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy