মন্দির চত্বরে প্রেমিকার পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন তরুণ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রিল বানাচ্ছিলেন। সেই সময় উপস্থিত হলেন এক বৃদ্ধা। তরুণের কাণ্ড দেখে হট্টগোল শুরু করলেন। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মন্দিরের সামনে রিল বানাচ্ছেন যুগল। তরুণীর পদধূলি নিচ্ছেন তরুণ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল। এমন সময় হঠাৎই তাঁদের সামনে উপস্থিত হন এক বৃদ্ধা। তরুণের কীর্তি দেখে হইহই করে ওঠেন তিনি। রেগে গিয়ে তরুণের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তুমি কি তোমার সমস্ত জ্ঞানগম্যি হারিয়েছ? ওর পা ধরে প্রণাম করছ? কোনও কাণ্ডজ্ঞান নেই তোমার।’’ তখন ওই তরুণ প্রতিবাদ করে বলেন, ‘‘যেখানে মহিলা নেই, সেখানে কেউই থাকতে পারে না।’’ এই নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয় দু’পক্ষের মধ্যে। এর পর ওই বৃদ্ধা ঘটনাস্থল ছেড়ে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৩০ সেকেন্ডের ভিডিয়োটি। প্রায় দেড় লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘ধর্মীয় স্থানে রিল তৈরি নিষিদ্ধ করা উচিত। তবে এ-ও সত্যি যে, মহিলার নাক গলাতে যাওয়ার কোনও প্রয়োজন ছিল না।’’