বিদেশের ডিপার্টমেন্টাল স্টোরে প্রবাসী ভারতীয়ের সঙ্গে কৃষ্ণাঙ্গ যুবকের মারামারি। আমেরিকার ওই যুবককে ‘দেশি ঘি’র জোর দেখিয়ে দিলেন ভারতীয় যুবক। প্রথমে মার খেলেও পরে মাটিতে ফেলে মারলেন প্রতিপক্ষকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। কেন দুই যুবকের মধ্যে ঝামেলা বেধেছিল সেটাও জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিদেশের এক ডিপার্টমেন্টাল স্টোরে বিবাদ শুরু হয়েছে দুই যুবকের মধ্যে। তাঁর মধ্যে এক জন কৃষ্ণাঙ্গ মার্কিন এবং এক জন ভারতীয় প্রবাসী যুবক বলে দাবি করা হয়েছে। মারামারি করছেন তাঁরা। একে অপরের দিকে কিল-চড়-ঘুষি চালাচ্ছেন। তাঁদের মধ্যে যাঁকে আমেরিকার যুবক বলে দাবি করা হয়েছে, তাঁকে প্রথম দিকে ওই ভারতীয় যুবককে বেশি মারতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই ঘুরে দাঁড়ান ভারতীয় যুবক। পর পর ঘুষি মেরে নাস্তানাবুদ করে দেন কৃষ্ণাঙ্গ যুবককে। ডিপার্টমেন্টাল স্টোর থেকে বার করে মাটিতে ফেলে মারতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯০ সেকেন্ডের সেই ভিডিয়ো। লক্ষাধিক বার দেখা হয়েছে সেটি। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দেশি ঘিয়ের কামাল। আর কোনও ভারতীয়কে দুর্বল ভেবে মারতে যাবেন না। ফল এ রকমই হবে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভারতীয় ভাই নিশ্চয়ই ব্যায়ামবীর। প্রতিপক্ষ বুঝতে না পেরেই ঝামেলা পাকাতে গিয়েছিলেন।’’