উড়ন্ত বিমানে চাদর পেতে চলছে তাস খেলা! খেলছেন চার যুবক। এ-হেন ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। তৈরি হয়েছে বিতর্ক। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে মাঝ-আকাশে বিমানের মধ্যে তাস পেটাচ্ছেন চার যাত্রী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোন বিমানে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিমানের অন্দরে বসে তাস খেলছেন চার যাত্রী। যাতায়াতের পথে একটি চাদরও পেতেছেন তাঁরা। চাদরের কোণগুলি নিজেদের আসনে আটকেছেন। তার উপরই পর পর তাস পড়ছে। বন্ধ হয়ে গিয়েছে যাতায়াতের পথ। চলছে হাসি-ঠাট্টা। যাত্রীদের কেউ কেউ তাঁদের খেলা দেখছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মহাবীর গান্ধী’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। উঠেছে সমালোচনার ঝড়। জনসমক্ষে এ ভাবে ‘জুয়া খেলা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন যাত্রী। যদি কারও শৌচাগার ব্যবহার করার প্রয়োজন হয়, তা হলে এঁদের জ্বালায় যেতে পারবেন না। অদ্ভুত!” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কোনও সামাজিক দায়িত্ব নেই। বিমানে চড়ার ক্ষেত্রে ওই যাত্রীদের উপর যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। এঁদের দেখে বোঝা যায় টাকা থাকলেই রুচিবোধ থাকবে, এমনটা নয়।’’