বয়স শুধু বেড়েছে সংখ্যায়! শরীরে বল রয়েছে তুলনাহীন। ১০৩ কেজি ওজন তুলতে পারেন ৭০ বছরের বৃদ্ধা। তাঁকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন বলি অভিনেতা সুনীল শেট্টি এবং তাঁর পুত্র অহন শেট্টি। বৃদ্ধার মধ্যে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়েটলিফ্টারমামি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা জিমে গিয়ে ওজন তুলছেন। জানা গিয়েছে, সেই বৃদ্ধার নাম রোশনি দেবী সাংওয়ান। আথ্রার্ইটিসের সমস্যায় ভোগেন তিনি। কিন্তু তাতেও ওজন তোলা থামাননি তিনি। তাঁর যখন ৬৮ বছর বয়স, তখন থেকেই ভারী ওজন তুলতে পারেন রোশনি। এখনও পর্যন্ত সর্বোচ্চ ১০৩ কেজি ওজন তুলেছেন তিনি।
ভিডিয়োটি রেকর্ড করে ‘বর্ডার ২’ ছবির একটি গান জুড়ে দিয়েছেন রোশনি। বলি অভিনেতা সুনীল শেট্টি এবং সানি দেওলের নজর কেড়েছেন তিনি। ভিডিয়োটি দেখে সুনীল মন্তব্য করে লিখেছেন, ‘‘আপনি তো আমাদের অনুপ্রেরণা।’’ সুনীলের পুত্র অহনও বৃদ্ধার প্রশংসা করে লিখেছেন, ‘‘খুব ভাল ম্যাডাম।’’ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশও। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বয়স কোনও বাধা মানে না। মনের জোর থাকলে সব জয় করা যায়।’’