রাস্তায় নামার আগেই দুর্ঘটনায় পড়ল সদ্য কেনা একটি চারচাকার গাড়ি। শো-রুমের ভিতরের কাচের দেওয়ালে ধাক্কা মেরে ১৫ ফুট নীচে পড়ে উল্টে যায় নতুন কেনা মাহিন্দ্রা থর। কেনার পর পুজো সারতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। সোমবার বিকেল ৫টা নাগাদ দিল্লির একটি শোরুমের দোতলা থেকে কাচের দেওয়াল ভেঙে পাল্টি খেয়ে নীচে পড়ে যায় গাড়িটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আনন্দবাজার ডট কম-এর হাতেও এসেছে সেই ভিডিয়োটি।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি কিনেছিলেন উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের বাসিন্দা প্রদীপ নামের এক তরুণ। গাড়ির চাবি হাতে পাওয়ার পর তাতে উঠে বসেছিলেন প্রদীপ ও তাঁর স্ত্রী মনী। নির্মাণ বিহারের মাহিন্দ্রা শোরুম থেকে গাড়িটি কেনার পর সেটিকে পুজো করছিলেন তাঁরা। সৌভাগ্য কামনা করে লেবুর উপর দিয়ে গাড়ি চালানোর একটি রীতি পালন করতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়। প্রদীপের স্ত্রী ২৯ বছর বয়সি মনী অ্যাক্সিলরেটরে পা রাখেন। অ্যাক্সিলরেটরে চাপ পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দোতলা থেকে নীচে পড়ে উল্টে যায়। শোরুমের মেঝে থেকে ছিটকে ১৫ ফুট উঁচু থেকে পড়ে গাড়িটি। ভাগ্যের জোরে বেঁচে যান দম্পতি।
ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় দাঁড় করানো একটি বাইকের উপর গাড়িটি পড়ে রয়েছে। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, ঝকঝকে নতুন এসইউভিটি রাস্তার পাশে উল্টে পড়ে আছে এবং সেটিকে ঘিরে উৎসুক দর্শকের ভিড়। ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে চতুর্দিকে। গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছনের জানলার কাচটিও ভেঙে গিয়েছে।