ব্যস্ত রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ছুটে চলেছে একের পর এক গাড়ি। তারই মাঝে পথচারী ও গাড়িচালকের নজরে ঘুরে গেল একটি বড় গাড়ির দিকে। চলন্ত গাড়ির ছাদে এক অপরকে আলিঙ্গন করে বসে আছে এক যুগল। গাড়িটির পিছু পিছু আসা অন্য একটি গাড়ির সামনে থাকা ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের আদরের মুহূর্ত। গাড়ির ছাদে উঠে প্রেমে মজেছেন যুবক-যুবতী। ভালবাসার সঙ্গীর বুকের মাথা গুঁজে বসে আছেন তরুণী। ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি পুণের খারাডি এলাকার। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের দিকে ব্যস্ত সড়কে যানবাহনের বেশ ভিড়। তারই মাঝে একটি গাড়ির মাথায় চড়ে বসে রয়েছেন তরুণ-তরুণী। সাদা শার্ট পরা তরুণ ও কমলা জামা পরা তরুণী কারও মুখ স্পষ্ট ভাবে বোঝা যায়নি। ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাঁদের। পিছনের গাড়িতে থাকা চালক তাঁদের কীর্তি ক্যামেরাবন্দি করেছেন। পিছন দিক থেকে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে যুগলকে। একে অপরকে জড়িয়ে ধরে মুখের কাছাকাছি মুখ এনে বসে থাকতে দেখা গিয়েছে ভিডিয়োয়।
ভিডিয়োটি অঙ্কিতা সতীনাথ খানে নামের এক সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। ভিডিয়োটি দেখে অনেকেই মনে করছেন, সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতার জন্য এই সব বিপজ্জনক স্টান্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাত্র কয়েক দিন আগে এমনই একটি ভিডিয়া প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, এক তরুণী চলন্ত বাইকের সামনে তেলের ট্যাঙ্কে বসে আছেন এবং এক তরুণ গাড়ি চালিয়ে যাচ্ছেন। ওই অবস্থাতেই তাঁরা আদরে মত্ত। ট্রাফিক আইনের ১৮৪ নম্বর ধারায় বলা হয়েছে, বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং এক বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।