Advertisement
E-Paper

পদ্মের মাঝে মালাবদল অনুষ্ঠান, পাপড়িতে আগুন ধরতেই হুলস্থুল! কী অবস্থা হল বর-কনের?

আত্মীয়-বন্ধুদের ঘেরাটোপে ক্যামেরার ঝলকানির মাঝেই মালাবদলের আচার শুরু হয়। সাধারণ মণ্ডপ নয়, পদ্মের পাপড়ির মতো সাজানো মণ্ডপে ঢুকে মালাবদল অনুষ্ঠান সারছিলেন বর-বধূ। হঠাৎ করেই গোলাপি সিল্কের কাপড় দিয়ে তৈরি পদ্মের কাঠামোর উপর দিকে আগুন ধরে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:০৯
jaimala ceremony went wrong as fire catches lotus pandal

ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠানে ঘটে নানা অপ্রত্যাশিত ও অদ্ভুত ঘটনা। সেই সমস্ত ঘটনাবহুল ভিডিয়ো প্রকাশিত হয় সমাজমাধ্যমে। বর-কনে বা অতিথিদের নানা মজার কাণ্ডকারখানা ও অপ্রত্যাশিত ঘটনার ভিডিয়োগুলি নজর কাড়ে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। প্রায় প্রতি দিনই বিয়ের মালাবদলের কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় মালাবদলের সময় কোনও না কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটে যায় বিয়ের আসরে। সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে পদ্মের আকৃতির একটি তাঁবুতে মালাবদল করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন বর ও কনে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আত্মীয়-বন্ধুদের ঘেরাটোপে ক্যামেরার ঝলকানির মাঝেই মালাবদলের আচার শুরু হয়েছে। সাধারণ মণ্ডপ নয়, পদ্মের পাপড়ির মতো সাজানো মণ্ডপে মালাবদল অনুষ্ঠান সারছিলেন বর-বধূ। হঠাৎ করেই গোলাপি সিল্কের মতো কাপড় দিয়ে তৈরি পদ্মের কাঠামোর উপর দিকে আগুন ধরে যায়। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন বর-কনেও। উপস্থিত অতিথিরা মঞ্চে উঠে বর-কনেকে বাঁচাতে দৌড়ে যান। তাঁবু ছিঁড়ে ফেলে তাঁদের দু’জনকে সময়মতো বার করে আনা হয়। আগুন লাগার ঘটনায় কারওর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

‘রবি আর্য ৮৮’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় জমা পড়েছে অজস্র মন্তব্য। এক জন লিখেছেন, ‘‘মানুষ কি সহজ ভাবে বিয়ে করতে পারে না?’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘মালাবদল অনুষ্ঠান সোজাসাপটা ভাবে করলে কী ক্ষতি হত?’’

Wedding Varmala Moment Insta Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy