বাড়ির পাঁচিল টপকে রাস্তায় বেরিয়ে এল পোষা সিংহ। বন্দিদশা ঘুচে যেতেই হিংস্র পশুটি আক্রমণ করে বসল পথচারী এক মহিলা ও শিশুকে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি পাকিস্তানের লাহৌরের। দিনের বেলা ব্যস্ত রাস্তায় হিংস্র শ্বাপদটি কোনও ভাবে ছাড়া পেয়ে দেওয়াল বেয়ে উঠে রাস্তায় লাফ দেয়। সিংহটি প্রথমে এক মহিলার ঘাড়ে লাফিয়ে পড়ে ও তাঁকে মাটিতে ফেলে দেয়। পরে সেটি দুই শিশুকে তাড়া করে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ঘটনাটি কবে ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি উঁচু প্রাচীর বেয়ে নেমে সিংহটি দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওই সময় সেখান দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। তাঁর দিকে তেড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রাণীটি। এক ব্যক্তি সিংহটিকে বাধা দিতেই সেটি তরুণীকে ছেড়ে দিয়ে ছুটতে শুরু করে। এর পর সেটি দুই শিশুকে আক্রমণ করে বসে। পুলিশের কাছে অভিযোগ করে শিশুদের বাবা জানিয়েছেন পাঁচ বছর এবং সাত বছর বয়সি দুই সন্তানের উপর আক্রমণ করে সিংহটি। তাদের আঁচড়ে-কামড়ে হাত ও মুখ ফালা ফালা করে দেয়। মহিলা এবং শিশু-সহ তিন জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত শিশুদের বাবা সিংহের মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশকে জানান, যখন সিংহটি আক্রমণাত্মক হয়ে ওঠে তখন তার মালিকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। সিংহটিকে আটকানোর কোনও রকম চেষ্টাই তাঁরা করেননি।
পুলিশ জানিয়েছে যে তারা শুক্রবার তিন জনকে গ্রেফতার করেছে। সন্দেহভাজনেরা সিংহটিকে সঙ্গে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ১১ মাস বয়সি সিংহটিকে পুলিশ আটক করেছে এবং একটি বন্যপ্রাণী পার্কে স্থানান্তরিত করেছে। পার্কের কর্মকর্তারা জানিয়েছেন যে, প্রাণীটি সুস্থই রয়েছে। কোনও সমস্যা নেই।