ব্রিটিশ পপ তারকা এড শিরানকে স্কুটির পিছনে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিংহ। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন শিরান। তখনই নাকি তাঁকে স্কুটিতে চাপিয়ে নিজের শহর ঘুরিয়ে দেখান অরিজিৎ। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
বর্তমানে ভারত সফরে এসেছেন শিরান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার তিনি জিয়াগঞ্জে এসেছিলেন। সোমবার বিকেলে শিরানকে নিয়ে গঙ্গায় নৌকাবিহার করেন অরিজিৎ। ৩০ মিনিট ধরে নৌকায় ছিলেন তাঁরা। ছবিও তোলেন। অরিজিৎ এবং শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষেরা। সেখান থেকে আবার গায়কের বাড়ি ফিরে আসেন দু'জনে। প্রতিবেদন অনুযায়ী, বাড়ি ফেরার সময় শিরানকে স্কুটিতে চাপিয়ে নিয়ে আসেন অরিজিৎ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো জ্যাকেট এবং চোখে রোদচশমা পরে স্কুটি চালাচ্ছেন অরিজিৎ। তাঁর স্কুটির পিছনে বসে শিরান। তাঁর পরনেও কালো জ্যাকেট। দুই তারকাকে দেখতে রাস্তার ধারে ভিড় জমে গিয়েছে। ভিডিয়োটি ‘অরিজিতিয়ান ফ্যানস’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি নিয়ে দুই তারকার অনুরাগীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই প্রজন্মের অন্যতম দুই তারকা। কিন্তু দু’জনেই কত সাধারণ। এমন দৃশ্য দেখে মন ভাল হয়ে গেল।’’