রাস্তার ধার ঘেঁষে এগিয়ে চলেছিল হাতির পাল। তাদের পিঠে বসেছিলেন মাহুতও। হাতির দলের মধ্যে ছিল একটি খুদেও। গুটি গুটি পায়ে হেলেদুলে হেঁটে যাচ্ছিল সে। রাস্তার অন্য ধারে ছিল একটি ভ্যান। ভ্যানে প্রচুর ফল রাখা। খাওয়ার জিনিস দেখে অভিভাবকদের ছেড়ে ফলের গাড়ির দিকে সোজা হাঁটা লাগাল হাতিটি। ভ্যানের দিকে হস্তীশাবকটিকে এগিয়ে যেতে দেখে ভয়ে পিছিয়ে গেলেন ফলবিক্রেতা।
আরও পড়ুন:
প্রাক্তন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় হাতির ফল খাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফলের গাড়ির দিকে শুঁড় তুলে এগিয়ে যাচ্ছে একটি হস্তীশাবক। দলের অন্য হাতিরা এগিয়ে গেলেও হস্তীশাবকের নজর ফলের দিকেই।
হাতিটিকে এগিয়ে যেতে দেখে ভয়ে পিছিয়ে যান ফলবিক্রেতা। ভ্যানের পিছনে দাঁড়িয়েছিলেন এক তরুণী। হাতিটিকে দেখে একটি ফল হাতে তুলে তার দিকে এগিয়ে দেন সেই তরুণী। ফলটি শুঁড়ে পেঁচিয়ে সেখান থেকে মুখ ফুরিয়ে আবার দলে যোগ দেওয়ার জন্য হাঁটা লাগায় হস্তীশাবক। মজার এই ভিডিয়োটি দেখে হাসির রোল উঠে যায় নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘হাতিটি ফল খাওয়ার লোভে পড়ে গিয়েছিল। তাই ফলের গাড়ি দেখে লোভ সামলাতে না পেরে এগিয়ে গিয়েছে।’’