কিশোরী হতে না হতেই রূপচর্চার প্রতি আগ্রহ জন্মেছিল তাঁর। তার পর থেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে শুরু করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে রূপচর্চা করেও লাভ হয়নি তরুণীর। বরং ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। গালে লাল চাকা চাকা দাগে ভর্তি। দেখলে মনে হয়, গালের ভিতর দিয়ে শয়ে শয়ে পিঁপড়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে। ২২ বছর ধরে একটানা মেকআপ করে বিপদ নেমে এল তরুণীর জীবনে।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৭ বছর বয়সি তরুণীর নাম নিউয়োমিয়ান। চিনের জিলিন প্রদেশের বাসিন্দা তিনি। ১৪ বছর বয়স থেকেই ত্বকের সমস্যা ছিল তাঁর। সেই সমস্যা দূর করতে একটি ক্রিম মাখতে শুরু করেছিলেন তিনি। কিন্তু তাতে বিশেষ লাভ পাননি নিউয়োমিয়ান। বরং ১৫ বছর থেকেই মেকআপ করতে শুরু করে দিয়েছিলেন তিনি। ত্বকের সমস্যা আড়াল করার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করতেন তিনি।
আরও পড়ুন:
তরুণীর দাবি, তিনি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। তাই দামি প্রসাধনী কেনার তেমন সুযোগ পেতেন না। ২২ বছর ধরে কম দামি মেকআপের সামগ্রী কিনে ব্যবহার করতেন তিনি। এক দিন মেকআপে বিরতি দিতেন না তরুণী। ত্বকের জেল্লা বাড়াতে ইনজেকশনও নিতেন তিনি। কিন্তু রূপচর্চা করতে গিয়ে হল হিতে বিপরীত।
তরুণীর দাবি, তাঁর সারা মুখে অ্যালার্জি হয়ে গিয়েছে। দেখা দিয়েছে হরমোনের সমস্যাও। গালে লাল চাকা চাকা দাগে ভরে গিয়েছে। তা দেখলে মনে হয় যেন, গালের উপর শয়ে শয়ে পিঁপড়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে। তরুণী জানিয়েছেন, ২২ বছর ধরে নিয়ম করে মেকআপ করলেও যত্ন নিয়ে সেই প্রসাধনী তুলতেন না তিনি। প্রতিনিয়ত প্রসাধনী ব্যবহারের ফলে তাঁর ত্বকের সমস্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে বলে তরুণীর দাবি।