লেজে পেঁচিয়ে শিকার গলাধঃকরণ করে ফেলেছে মস্ত বড় সাপ। কিন্তু খাওয়াদাওয়া করে আর যেন নড়াচড়া করতে পারছে না সে। কোনও ক্রমে জঙ্গলের মধ্যে দিয়ে ‘হামাগুড়ি’ দিয়ে চলাফেরা করছে সাপটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াওআফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভরা পেটে আর নড়াচড়া করতে পারছে না বিশাল সাপ। শিকার করার পর তার পেট গিয়েছে ফুলে। তবুও কোনও ক্রমে শরীর ঠেলে সামনের দিকে এগিয়ে চলেছে সে।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি আফ্রিকার সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে ঘটেছে। সাপটি সেন্ট্রাল আফ্রিকান রক পাইথন প্রজাতির। জঙ্গলের মধ্যে একটি ইম্পালা (হরিণবিশেষ) শিকার করে ফেলেছে সে। কিন্তু সেই শিকার হজম করতেই ‘মৃতপ্রায়’ অবস্থা সাপটির।
ইম্পালাটিকে গিলে ফেলার পর সাপের পেটের মাঝখানে ফুলে ঢোল হয়ে গিয়েছে। সেই অবস্থায় সামনের দিকে খুব ধীর গতিতে এগিয়ে চলেছে সে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এমন শিকার করেছে যে, তা হজম করতেই বহু দিন লাগবে সাপটির।’’