জঙ্গলের মধ্যে বাবা-মায়ের সঙ্গে হাঁটাহাঁটি করছিল বাচ্চা গন্ডার। চারদিকে মেঘ করে এসেছিল বহু ক্ষণ। এক সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামে জঙ্গলে। তখনই ভয়ে গুটিসুটি মেরে যায় গন্ডারের শাবক। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করতে করতে মায়ের কাছে আশ্রয় নেয় সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আফ্রিকানসাফারিকনজ়ার্ভেশন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মুষলধারে বৃষ্টি নেমেছে জঙ্গলে। সেই সময় মাঝজঙ্গলে দাঁড়িয়ে বাবা-মায়ের সঙ্গে বৃষ্টিতে ভিজছে একটি গন্ডারের শাবক। কিন্তু বৃষ্টি যে একেবারেই পছন্দ নয় তার।
গায়ে বৃষ্টির ফোঁটা পড়তেই মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বার করতে শুরু করে দিল সে। মায়ের পেটের তলায় আশ্রয় নেওয়ার সুযোগ খুঁজতে থাকল শাবকটি। মা গন্ডারটিও তার সন্তানকে বৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা করতে থাকে। ভারী বৃষ্টি থেকে রক্ষা পেতে মায়ের কাছছাড়া হচ্ছিল না গন্ডারের শাবকটি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি কেনিয়ার সোলিয়ো লজের কাছে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গন্ডারের শাবকটি বৃষ্টি পছন্দ করে না মনে হয়। তাই মায়ের গায়ে গায়ে লেগে রয়েছে।’’