লাল শাড়ি পরে কলেজের মাঠে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁকে সঙ্গ দিচ্ছেন এক তরুণ। তাঁর পরনে সাদা পাঞ্জাবি। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে একটি ওড়নাও তিনি জড়িয়ে নিয়েছেন গলায়। কলেজের মাঠের চারদিকে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন তরুণ-তরুণী। সকলেই একই গানের সঙ্গে নাচ করছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেখনা_এল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জোড়ায় জোড়ায় কয়েক জন তরুণ-তরুণী নাচ করছেন। কিন্তু বিশেষ ভাবে নজর কেড়েছেন সামনে দাঁড়িয়ে থাকা তরুণী। তাঁর নৃত্যশৈলী দেখে প্রশংসায় ছয়লাপ নেটপাড়া। বেঙ্গালুরুর কোনও এক ইঞ্জিনিয়ারিং কলেজে এই ঘটনাটি ঘটেছে। ছাত্রছাত্রীরা কলেজের মাঠে পারফর্ম করছিলেন।
২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দক্ষিণী ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। অল্লু অর্জুন এবং রশ্মিকা অভিনীত এই ছবির একটি গান ‘অঙ্গারো’। এই গানের দৃশ্যে অল্লুর সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। কলেজের সেই ছাত্রীও যেন নাচের প্রতিটি স্টেপ হুবহু নকল করে ফেলেছেন। তরুণীর নাচ দেখে হাততালি দিয়ে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ইনি যে হুবহু রশ্মিকার মতো নাচ করলেন!’’