জঙ্গলের অনতিদূরে রয়েছে গ্রাম। বড়দিন উপলক্ষে গ্রামটি সেজে উঠেছে আলো-পুতুল দিয়ে। বড়দিনের সময় সেই পথ দিয়েই শোভাযাত্রা হয়। সাজানো-গোছানো ঠিকঠাক হয়েছে কি না, তা বড়দিনের আগে পরখ করতে গেল একটি ভালুক। ভাল করে গ্রামটি ঘুরে সেখান থেকে চুপচাপ আবার চলে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভালুক ঘোরাফেরা করে বেড়াচ্ছে। বড়দিন উপলক্ষে এলাকাটি আলো এবং পুতুল দিয়ে সাজানো হয়েছে। সেই সাজই মন দিয়ে দেখছে ভালুকটি। গত শুক্রবার এই ঘটনাটি টেনেসের গাটলিনবার্গ নামে একটি গ্রামে ঘটেছে। প্রতি বছর বড়দিন উপলক্ষে সেই গ্রামে শোভাযাত্রা বার হয়।
চলতি বছরে সেই শোভাযাত্রার ৫০ বছর পূর্তি। গ্রামের অনতিদূরেই রয়েছে গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক। সেখানকার জঙ্গলে প্রায় ১,৫০০ ভালুকের বাস। সেই জঙ্গল থেকেই লোকালয়ে ঢুকে পড়েছিল ভালুকটি। ঘোরাফেরা করে আবার জঙ্গলের দিকে রওনা দেয় সে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ঠিকমতো সাজানো হয়েছে কি না, শোভাযাত্রার আগে তা পরখ করে গেল ভালুকটি। কোথাও গোলমাল নেই দেখে চুপচাপ চলে গিয়েছে।’’