অনুষ্ঠানে কার পছন্দের গান চলবে তা নিয়ে বাগ্বিতণ্ডা। একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি করল পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ। একে অপরকে মারধরও করল তারা। রণক্ষেত্রে পরিণত হল উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়ি! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইটাওয়ার বাকেওয়ার শহরের একটি গেস্ট হাউসে বিয়ের আসর বসেছিল। কিন্তু ডিজে কী গান বাজাবে, তা নিয়ে হঠাৎই ঝামেলা বাধে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের মধ্যে। বাগ্বিতণ্ডা চরমে পৌঁছোলে একে অপরকে গালিগালাজও করতে শুরু করে দুই পক্ষ। এর পরেই বিশৃঙ্খলা চরমে পৌঁছোয়। চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন পাত্র এবং পাত্রীর পরিবারের সদস্যেরা। মারধরও করেন একে অপরকে। অনুষ্ঠানস্থল যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভারত সমাচার’ নামের সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
পাত্রপক্ষ বা পাত্রীপক্ষের কেউই ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়নি। তবে ভিডিয়োটি বাকেওয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নজরে আনা হয়েছে বলে ইটাওয়া পুলিশের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে।