জঙ্গলের মধ্যে চুপচাপ বসেছিল একটি মহিষ। শিকারকে একা বসে থাকতে দেখে ঝোপের আড়াল থেকে এগিয়ে যাচ্ছিল সিংহী। কিন্তু দূর থেকে শিকারিকে দেখেই আক্রমণ করতে ছুটে গেল অন্য একটি মহিষ। বন্ধুর প্রাণ বাঁচাতে শিং দিয়ে গুঁতো মেরে মাটিতে আছড়ে ফেলল সিংহীকে। মাটি থেকে সিংহীকে শিং দিয়ে তুলে আবার আছাড় মারল মহিষটি। শিকারের কাছে জব্দ হয়ে লেজ গুটিয়ে পালাল ‘বনের রানি’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ওয়াজ়ো_সাফারিস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি মহিষ বার বার গুঁতো দিয়ে মাটিতে আছড়ে ফেলছে একটি সিংহীকে। মহিষের আক্রমণের শিকার হয়ে সেখান থেকে দৌড়ে পালাল সিংহীটি। ঘটনাটি তানজ়ানিয়ার সেরেঙ্গেটির জঙ্গলে ঘটেছে। জঙ্গলে চুপচাপ বসেছিল একটি মহিষ। শিকার করবে বলে ঝোপের আড়াল থেকে মহিষকে শিকার করার জন্য প্রস্তুত হচ্ছিল এক সিংহী। কিন্তু শিকারিকে দেখে দূর থেকে বন্ধুর কাছে ছুটে যায় অন্য একটি মহিষ। সিংহীকে গুঁতো মেরে বার বার মাটিতে আছড়ে ফেলে সে।
মহিষের গুঁতো খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল সিংহীটি। যে মহিষটিকে শিকার করতে সিংহী তৎপর হয়েছিল, সেই মহিষটি বসেই থাকল। দূর থেকে মহিষ-সিংহীর লড়াই দেখছিল অন্য একটি মহিষ। সিংহী পালিয়ে গেলে সেই মহিষটিও সেখান থেকে চলে যায়। ভিডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘বন্ধুকে বাঁচাতে নিজের প্রাণ বিপদে ফেলছিল। কিন্তু বন্ধুর তো কোনও হেলদোলই নেই।’’