শিকারকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল হায়নার দল। হিংস্র শ্বাপদের দল সেই মহিষটির উপর লাফিয়ে কামড় দিতে শুরু করল। কিন্তু প্রাণ বাঁচাতে হায়নাদের সঙ্গে লড়াই করতে শুরু করল মহিষটি। কামড় দিয়ে এক টানে মহিষের লেজ ছিঁড়ে ফেললেও হার মানল না সে। হায়নাদের পিছনে ফেলে জঙ্গলের ভিতর দৌড়ে পালিয়ে গেল মহিষটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেটেস্ট সাইটিংস’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মহিষকে তাড়া করেছে একদল হায়না। মহিষের উপর ঝাঁপিয়ে পড়ে তার লেজ টেনে ছিঁড়ে দিয়েছে হায়নারা। লেজ খোয়ানোর পর হায়নাদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকে মহিষটি।
কাটা লেজের জায়গায় রক্ত লেগে থাকায় সেখানেই বার বার কামড় দিতে লাফ দিচ্ছিল হায়নাগুলি। কিন্তু মহিষটি শিং নামিয়ে তাদের আক্রমণ থেকে নিজেকে ক্রমাগত বাঁচানোর চেষ্টা করছিল। পরে হায়নাদের পিছনে ফেলে গভীর জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল মহিষটি। তার পিছনে দৌড় দিল হায়নার দলও। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই ঘটনাটি ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মহিষটিকে দেখে খুব কষ্ট হচ্ছিল। তবুও প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিল সে।’’