সন্ধ্যাবেলায় গানবাজনার অনুষ্ঠানের আয়োজন হয়েছে গ্রামে। সেই উপলক্ষে সকল গ্রামবাসী এসে জড়ো হয়েছেন সেখানে। বহু ক্ষণ ধরে অর্কেস্ট্রার অনুষ্ঠান চলছিল মঞ্চে। গান শুনে গ্রামবাসীদের কেউ কেউ আবার হাত তুলে নাচ করতেও শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই অনুষ্ঠান পছন্দ হল না ষাঁড়ের। লেজ তুলে লাফিয়ে উঠল সে। তার পর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সকলকে তাড়া করতে শুরু করল ষাঁড়টি।
সেই ভয়ে চিৎকার করে ছোটাছুটি করতে লাগলেন গ্রামবাসীরা। অনুষ্ঠানবাড়ির তখন লণ্ডভণ্ড অবস্থা। গায়কও তাঁর গান থামিয়ে দিলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে অর্কেস্ট্রার আসর বসেছে। গানবাজনা শুনে মঞ্চের সামনে নাচ করছেন কয়েক জন দর্শক। কেউ কেউ আবার নোটবর্ষণও করছেন। অনুষ্ঠানের মাঝে একটি ষাঁড়ের গলায় দড়ি বেঁধে দাঁড়িয়েছিলেন এক তরুণ। হঠাৎ শূন্যে পা তুলে লাফিয়ে ওঠে ষাঁড়টি।
লেজ তুলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তাড়া করে সে। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রাণ বাঁচাতে এ দিক-সে দিক পালিয়ে যান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার এই ঘটনাটি মহারাষ্ট্রের পাডালে গ্রামে ঘটেছে। সম্প্রতি সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করতে শুরু করেছে। জানা গিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি।