কোস্টা রিকায় ঘুরতে গিয়েছেন দুই তরুণী পর্যটক। পাহাড়ের ঘন জঙ্গলের উপর দিয়ে দড়ি বেঁধে ‘ওড়ার’ শখ হয়েছে তাঁদের। তাই ‘জ়িপলাইন রাইড’-এর রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করতে নেমে পড়লেন তাঁরা। কিন্তু রাইড শুরু হতেই ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করলেন দুই তরুণী।
তাঁদের চিৎকার শুনে সে দিকে উড়ে এল একটি টিয়া। তরুণীদের পাশে থেকে উড়তে থাকল সে। তরুণীরা যেন ‘উড়তে’ ভয় না পায়, সেই সাহসই মনে হয় দিচ্ছিল টিয়াটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এবিসি৭শিকাগো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণী পর্যটক জ়িপলাইন চড়ে ঘন সবুজ জঙ্গলের উপর দিয়ে ‘উড়ে’ যাচ্ছেন। ভয় এবং উত্তেজনায় তারস্বরে চিৎকার করছেন তাঁরা। কিছু ক্ষণ পর তাঁদের দিকে উড়ে গেল একটি টিয়া।
উড়তে উড়তে তরুণীদের কাছে চলে গেল সে। তার হাবভাব দেখে মনে হল যে, টিয়াটি তরুণীদের মনে সাহস জোগাচ্ছে। তরুণীদের কাছে সে গিয়ে বলছে, ‘‘দেখো, আমিও উড়ছি। ভয় পেও না।’’ তরুণীদের সঙ্গ দিতে, তাঁদের ভয় দূর করতে টিয়াটি তাঁদের আশপাশেই উড়তে থাকল।