ব্যস্ত সময়ে উড়ালপুল দিয়ে গাড়ি ছোটাছুটি করছে। গাড়ির চালকের আসনে বসেছিলেন এক ব্যক্তি। তাঁর গাড়ির ড্যাশক্যামও চালু ছিল। হঠাৎ তিনি লক্ষ করলেন যে, পিছন থেকে একটি গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে। গাড়ির গতিবেগ এতই ছিল যে, তা সামনে থাকা একটি অটোয় গিয়ে ধাক্কা মারে।
আরও পড়ুন:
অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের উপর উল্টে পড়ে কিছুটা এগিয়ে যায়। গাড়িটিও ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/দিল্লি’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ি পিছন থেকে এসে অটোয় সজোরে ধাক্কা মারে। অটোর সামনে ছিল একটি স্কুটার। গাড়ির বেগতিক অবস্থা দেখে স্কুটার নিয়ে ভয়ে অন্য দিকে সরে যান চালক।
ধাক্কা খাওয়ার পর উড়ালপুলে উল্টে পড়ে যায় অটোটি। তার পর কিছু দূর এগিয়ে যেতে থাকে সেটি। গাড়িটিও ধাক্কা দিয়ে উড়ালপুল থেকে সোজা বেরিয়ে যায়। সেই সময় একই পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।
আরও পড়ুন:
তাঁর গাড়ির ড্যাশক্যামে পুরো ঘটনাটি ধরা পড়ে। এই ঘটনাটি সোমবার দিল্লির ডিফেন্স কলোনি-লাজপত নগর সংযুক্ত উড়ালপুলে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ধাক্কা দিয়ে কী ভাবে চোরের মতো পালিয়ে গেল! এই লোকগুলোর কড়া শাস্তি হওয়া প্রয়োজন।’’